রাসেল স্বামী হিসেবে যতটা ভালো তার চেয়ে জননেতা হিসেবে অনেক বেশি ভালো: খাদিজা রাসেল

গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকায় নৌকাকে বিজয়ী করার লক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এমপির সহধর্মিণী খাদিজা রাসেল বলেন, মোঃ জাহিদ আহসান রাসেল স্বামী হিসেবে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো জননেতা হিসেবে, আপনাদের ছেলে হিসেবে।

আপনারা এরশাদ নগর বাসি আমার স্বামীর বংশধর সেই সুবাদে আপনারা আমার আত্মীয়। তাই আপনাদের প্রতি আমাদের অধিকার রয়েছে, রাসেল আপনাদের অসম্ভব ভালো বাসেন, আমি জানি আপনারাও আমার স্বামী রাসেলকে অসম্ভব ভালো বাসেন, আমি আশা করি আপনারা এই ভালো বাসা আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে এর প্রমাণ দিবেন।

উক্ত উঠান বৈঠকে সভাপতিত্বে করেন ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মজিবর রহমান। সঞ্চালনায় ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ।

৩১ তারিখ রবিবার রাতে মজিদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত উঠান বৈঠক পালিত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন খলিফা,ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফজল করিম, ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী বিপ্লব সরদার, মহিলা লীগ নেতৃ নূর জাহান মনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, রায়হান সরদার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, মোস্তফা, আলাউদ্দিন প্রমুখ।