রাবি’র ভর্তি পরীক্ষাকালীন যানবাহন চলাচলে সাত নির্দেশনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৯, ৩০ এবং ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলাকালীন যানবাহন চলাচলেরও নির্দেশনা দিয়েছে রাবি’র প্রক্টর অফিস। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

জরুরি নির্দেশনাগুলো হলো:

১। ভর্তি পরীক্ষা চলাকালীন দিনগুলোতে (২৯, ৩০ ও ৩১ মে) সকাল ৭.১৫ মিনিটে স্ব-স্ব স্থান থেকে বাসগুলো ক্যাম্পাসে উদ্দ্যেশে ছেড়ে আসবে ও বিকাল ৫.১৫ মিনিটে ছেড়ে যাবে এবং ৩১ মে দুপুর ২.৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

২। কাজলা ও বিনোদপুর গেইট দিয়ে প্রবেশ করা ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যানবাহনগুলো মেইন গেইট দিয়ে বেরিয়ে যাবে। কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে (মন্নুজান হল বেগম খালেদা জিয়া হল—স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন—তুত বাগান) সংলগ্ন রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

৩। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা সকল রাস্তা ব্যবহার করতে পারবে। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিলযোগ্য।

8। ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সকাল ৮ টায় একাডেমিক ভবনগুলোর গেইট খুলে দেওয়া হবে।

৫ । সকাল ৭.৩০ মিনিটের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর দিকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং অটোরিক্সাসহ কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে না। তবে পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যবহৃত গাড়িগুলো (উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, প্রক্টর ও অন্যান্য) এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

৬ । ২৯-৩১ মে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের ব্যক্তিগত গাড়ি পার্কিং এর জন্য সাবাশ বাংলাদেশ ও জুবেরী ভবনের মাঠ ব্যবহার করবেন।

৭। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ভর্তি পরীক্ষার দিনগুলোতে (২৯, ৩০ ও ৩১ মে) তাদের আবাসিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র কাজলা গেইট ব্যবহার করতে পারবেন এবং আবাসিক এলাকা থেকে প্রস্থানের ক্ষেত্রে প্যারিস রোড হয়ে মেইন গেইট এবং রোকেয়া হলের পেছনের রাস্তা (ফ্লাই ওভার সংলগ্ন) ব্যবহার করতে পারবেন।