রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট (www.ruec.org) উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল চারটায় রাকসু ভবনে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলের ক্লাবের উপদেষ্টা ও ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম।
পরে ক্লাবের আয়োজনে দুই মাসব্যাপী চলমান রিসার্চ ওয়ার্কশপ সিরিজের সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় দুইজন শিক্ষার্থী রিসার্চ ওয়ার্কশপে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম বলেন, জন্মলগ্ন থেকেই রাজশাহী এডুকেশন ক্লাবের সাথে সংশ্লিষ্ট থাকার সুযোগ হয়েছে। ক্লাবের সাথে সংশ্লিষ্ঠ থেকে শিক্ষার্থীরা শিক্ষা সম্পর্কে স্বচ্ছ ও সার্বিক ধারণা নিয়ে অগ্রসর হতে পারবে। যেটা অন্য কোনও শিক্ষার্থীদের থেকে নিজেদের এগিয়ে রাখবে।
তিনি আরও বলেন, ক্লাবটিতে শুধুমাত্র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন এমন নয় বরং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এডুকেশন ক্লাবের এই সার্বজনীনতা খুব গুরুত্বপূর্ণ। এডুকেশন ক্লাব গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন ওয়ার্কশপ করে থাকে যা একজন শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান চেতনা আরও বিকাশিত হবে।