রাবিতে শুরু হচ্ছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে সার্বিক সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. এনায়েতুর রহিম, বিশেষ অতিথি  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের-১ এর সভাপতি বিচারপতি মো. শাহিনুর ইসলাম, সম্মানিত অতিথি  অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভরনেন্সের ফাউন্ডিং ডিরেক্টর অধ্যাপক দাউদ হাসান।

সম্মেলনে দেশি-বিদেশি ২২টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশো শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এতে শতাধিক গবেষকের আইনের বিষয়ক ৯৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের পৃথক চার ভেন্যুতে প্রথম দিন ৫০টি এবং শেষ দিন ৪৩টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ থেকে মানবাধিকার ও সামাজিক নিরাপত্তা বিষয়ক নতুন দিক উন্মোচিত হবে। যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল হান্নান। 

সংবাদ সম্মেলনে আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক জুলফিকার আহমেদ, অধ্যাপক আব্দুল আলিম ও প্রভাষক নূর নুসরাত সুলতানা উপস্থিত ছিলেন।