রাবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতা করছে পিডিএফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ প্রতিবন্ধী ব্যক্তিদের নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) টিমের সদস্যরা।

ভর্তি পরীক্ষার প্রথম সকাল থেকেই সংগঠনটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভের নেতৃত্বে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানি, কলম বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালাতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ড. মো. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের পাশে হেল্প ক্যাম্প বসিয়েছেন পিডিএফ টিমের কর্মীরা। সংগঠনের কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতা করছেন। পরীক্ষার দ্বিতীয় দিনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ারে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পোঁছে দিচ্ছেন তারা এবং পরীক্ষা শেষে নির্দিষ্ট জায়গায় রেখে আসছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, অভিভাবকদের বসার ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণসহ নানা প্রকার তথ্য প্রদানের কাজ করেছেন সংগঠনটির কর্মীরা।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান সোহাগ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাঝে তিনদিনই পিডিএফ এ্যাডমিশন হেল্প ক্যাম্প বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী পরিক্ষার্থীদের সিটে পৌঁছে দেওয়া, সাধারণ পরীক্ষার্থীদের দিকনির্দেশনাসহ ভর্তিচ্ছুদের অভিভাবকদের মধ্যে বিনামূল্যে পানি বিতরণ ও বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ফাস্টএইড সরবরাহ করে যাচ্ছে আমাদের সদস্যরা। এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি সহায়তা করেছেন বলেও জানান তিনি। 

পিডিএফ এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোখলেছুর রহমান মিলন বলেন, প্রতিবছরের মতো এবারও পিডিএফ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা আসলে তাদেরকে রিসিভ করে নিদ্রিষ্ট কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন এর সদস্যরা। এছাড়াও অভিভাবকদের মাঝে সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা করে থাকেন তারা।

পিডিএফ সংগঠনটি সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন এবং তাদের অধিকার নিয়ে কাজ করে। ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সংগঠন কাজ শুরু করে।