রাজশাহীতে শিল্পী শাহাবুদ্দিনের নামে আর্ট গ্যালারি স্থাপনের ঘোষণা

রাজশাহীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের নামে আর্ট গ্যালারি স্থাপন করতে চাই।
আমাদের এই মেয়াদে আর্ট গ্যালারি স্থাপন কাজের সূচনা করতে চাই। তিনি রাজশাহীতে এসে রাজশাহীকে ধন্য করেছেন। আমরা তাঁকে সংবর্ধনা দিয়ে নিজেরাই ধন্য হয়েছি। কারণ এমন মানুষকে সচরাচর পাওয়া যায় না, সচরাচর জন্মও নেন না।’

অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সহধর্মিণী মিসেস তৌফিকা আনোয়ার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সমাজসেবী শাহীন আকতার রেণী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।