রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে সিটি করপোরেশনের স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেন লিটন।
ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে অংশ নিলে বিএনপি নিজেদের যাচাই করতে পারত। ভোটাররা তাদেরকে কতটা চায় তা যাচাই করতে পারত বিএনপি।
তিনি বলেন, সারাদিন ভোটের এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। যারা উন্নয়নের পক্ষে আছেন কিন্তু তারা বিএনপি-জামায়াতের সমর্থক, তারাও তাকে ভোটে দেবেন বলে আশাবাদী লিটন। নির্বাচনে ৬০ শতাংশের মতো ভোট পড়বে বলে আশা প্রকাশ করেন সাবেক মেয়র।
এর আগে সকালে স্ত্রী শাহীন আকতার রেণী, দুই কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা ও মাইশা জামান শ্রেয়াকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে আসেন খায়রুজ্জামান লিটন।