প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের সাতটিসহ ২৬টি প্রকল্প উদ্বোধন করেছেন। এসব প্রকল্পের ব্যয় প্রায় ১,৩১৬ দশমিক ৯৭ কোটি টাকা। এছাড়াও তিনি ৩৭৬ দশমিক ২৮ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রোববার বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসমাবেশে যোগদান করে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।
প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো, নগরীর সিএনবি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। রাজশাহী সিটি করপোরেশন প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করেছে।
এছাড়া শেখ রাসেল শিশু পার্ক, মোহনপুর রেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার, চার লেনের সড়ক এবং ভদ্রা রেল ক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য একটি পৃথক লেনসহ রোড, বিলসিমলা রেলক্রসিং থেকে সিটি হাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে।
জনসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে, ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছেন।’