রাজধানীতে আজ গণপরিবহন সংকট, দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

রাজধানীতে আজ আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়েক দলের সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহণ সঙ্কট চরমে পৌঁছছে। নাশকতার শঙ্কায় অনেকে বন্ধ রেখেছেন যানবাহন চলাচল। যে গাড়িগুলো চলছে, সেগুলোতে ছিল যাত্রীদের অস্বাভাবিক চাপ। আর এ সুযোগে দ্বিগুণ-তিনগুণেরও বেশি ভাড়া হাঁকাচ্ছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাগুলো। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা। শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সড়কগুলো একেবারেই ফাঁকা। নেই যাত্রী ও যানবাহনের চাপ। কিছু যানবাহন চললেও যাত্রী অনেক বেশি। যাত্রাবাড়ী, গুলিস্তান, মৌচাক, মগবাজার ও মালিবাগসহ বিভিন্ন রাস্তায় সকাল ১১টা পর্যন্ত রাস্তায় দেখা যায়নি যানবাহন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া, কাঁচপুর, শিমরাইল মোড়, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে। এছাড়া দুপুরে জামায়াত সমাবেশ করবে মতিঝিলে। সরকার বিরোধী সমমনা কিছু দলও এদিন সমাবেশ করবে।

গণপরিবহন চালকরা জানিয়েছেন, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না তারা। অল্প কিছু গণপরিবহণ চললেও যাত্রী আছে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ। মৌচাকের রিকশাচালকরা জানান, বড় দলগুলোর সমাবেশের কারণে মানুষ আতঙ্কে আছে। যার ফলে রাস্তায় গাড়ি নেই। তারপরও আমরা জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছি। নয়তো আমরাও বের হতাম না। অনেকেই বলছে আজ নাকি মারামারি হবে এজন্য আমরা ভয়ে আছি। মারামারি হলে আমাদের ক্ষতি। আমরা গাড়ি চালাতে পারব না। আর গাড়ি না চালালে আমাদের সংসার চলবে না।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা রুটিনমাফিক কাঁচপুরে তল্লাশি কাজ করছি। সমাবেশকে কেন্দ্র করে কোনও তল্লাশি করছি না। তবে এ পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। বৃহস্পতিবার নাশকতার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সুমন বলেন, ‘আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে কাঁচপুরে অবস্থান করেছি। সমাবেশকে কেন্দ্র করে কোনও তল্লাশি করছি না। যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।’