ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে টসে নামার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মাথায় খানিকটা দুশ্চিন্তা আসাটাই ছিলো স্বাভাবিক। তবে এই দুশ্চিন্তা ম্যাচ নিয়ে নয়, এই দুশ্চিন্তার কারণ ছিলো টস। ওভালে আজকের টেস্টের টসে নামার আগে কামিন্সকে চোখ রাঙাচ্ছিলো ১১৮ বছর আগের রেকর্ড। তবে সে রেকর্ডটি খুব একটা প্রীতিকর নয় বরং বেশ হতাশার।
এবারের অ্যাশেজে মাঠের খেলায় অজিরা ইংলিশদের টেক্কা দিলেও টস ভাগ্য খুব একটা সহায় হয়নি তাদের। আগের চার টেস্টের সবগুলোতেই টসে হেরেছেন অজি অধিনায়ক কামিন্স। প্রতিবারই টস করতে নেমে ‘টেল’ কল করেছেন কামিন্স, কিন্তু ‘হেড’ পরায় একবারও ফল পক্ষে আসেনি। কামিন্স কামিন্স ওভালেও টসে হারলে ১৯০৫ সালের এক রেকর্ড ফিরে আসবে- এমন সমীকরণ নিয়ে টস করতে যান কামিন্স। তবে এবার ভাগ্য সহায় হয়েছে এই অজি ক্রিকেটারের। টস জিতে শেষ টেস্টে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি।
১৯০৫ সালের অ্যাশেজে পাঁচ টেস্টের সিরিজে সব কটিতেই টস হেরেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জো ডার্লিং। অস্ট্রেলিয়া দলের অংশ হয়ে চারবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন জো ডার্লিং। এর মধ্যে ১৯০২ সালে ভিক্টর ট্রাম্পার, হিউ ট্রাম্বল, ক্লেম হিল, সিড গ্রেগরি ও ওয়ারউইক আর্মস্ট্রংদের নিয়ে ইংল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেট দলের। পরের সফরেই এই টস হারের রেকর্ড সঙ্গী হয় ডার্লিং এর। এই সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তিনি।
সেবার টসে মতো সিরিজও হাতছাড়া হয়েছিলো অজিদের। তবে টস হারের রেকর্ডে ডার্লিংকে উতরে না গেলেও, মাঠের ফলের দিকে ঠিকই সাবেকের থেকে যোজন যোজন এগিয়ে রয়েছেন কামিন্স। টস না জিতলেও সিরিজে ২-১ এ এগিয়ে থেকে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করেছে কামিন্সের দল। চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর সুযোগ আছে সিরিজটিও জিতে নেয়ার। হারলেও সমতায় থেকে সিরিজ শেষ করবেন কামিন্স।