যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান বিএসপি, পিএসসি। তিনি বলেছেন, সরকারের মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সে লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।
২৯ নভেম্বর দুপুরে নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে মাদকদ্রব্য ধ্বংস করার পর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান আরও বলেন, সমন্বিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সরকার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে আরও সম্প্রসারিত করছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহীর বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এদিন বিজিবি’র অভিযানে উদ্ধার করা প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। নওগাঁয় বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৪ ও ১৬ বিজিবি’র অভিযানে নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে গত তিন বছরে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এগুলোর মূল্য আনুমানিক ২ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকা।
সভা শেষে নওগাঁয় বিজিবি’র অভিযানে উদ্ধার হওয়া ৬টি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়।