যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার

মাঝে মাঝেই নানা রকম চমক আর বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় আসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবার আমেরিকার বিরুদ্ধে পরামাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বসলো দেশটি।

রোববার রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত একটি গণসমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে প্রতিশোধ যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির লাখ লাখ মানুষ।

কোরীয় যুদ্ধের ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে পিয়ংইয়ংয়ের একটি স্টেডিয়ামে গণসমাবেশ থেকে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে প্রতিশোধ যুদ্ধর’ স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।

সোমবার (২৬ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ- এমন তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমে বলা হয়, রোববার প্রায় এক লাখ ২০ হাজার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থী অংশ নেয় ওই সমাবেশে। রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিশাল স্টেডিয়ামে প্রচুর মানুষ জড়ো হয়। হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল, ‘যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড আমাদের হামলার গোলার আওতার মধ্যে। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী।’

গত ৩১ মে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয় উত্তর কোরিয়া। স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়। পিয়ংইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্র যে সামরিক কার্যকলাপ চালাচ্ছে তার নজরদারি বাড়াতে প্রথম গুপ্তচর কৃত্রিম উপগ্রহ আবারও পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে এই প্রচেষ্টায় সফল হবে কিনা তাতেও উদ্বেগ রয়েছে কিম জন উন প্রশাসনের।

দেশটির এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের কর্মকাণ্ডকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বছর রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে উ. কোরিয়া।