যাত্রাবাড়ীর এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজন আটক

নিজস্ব সংবাদদাতা,  ঢাকা:

১৭ সেপ্টেম্বর ২০০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নং কক্ষ  থেকে  সুজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন।

এরআগে ১ সেপ্টেম্বর ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।

ইমরান হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ২৯৭ জনকে আসামি করা হয়। 

মামলার আরও আসামিরা হলেন; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও তার মেয়ে তারিন হোসেন মঞ্জু এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

মামলার বাদী কোহিনূর আক্তার এজাহারে লিখেছেন, তার ছেলে ইমরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকাল ৯ টায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনে যান ইমরান।

শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে দিয়ে যাওয়ার সময় ইমরান গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের হয়ে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে রেলপথমন্ত্রী হন তিনি।

Reendex

Must see news