মেসি-সুয়ারেজের পুনর্মিলনী!

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার মিলে গড়ে তুলেছিলেন ভয়ংকর এক আক্রমণভাগ। যেকোন প্রতিপক্ষের জন্যই ত্রাস হয়ে উঠেছিলেন ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী। তবে নেইমার পিএসজিতে চলে গেলে ভেঙে যায় সে জুটি। কিছুদিন পর ক্লাব ছাড়েন সুয়ারেজও। এরপর তো ২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সা ছাড়তে হয় মেসিকে। পরে অবশ্য পিএসজিতে নেইমারের সাথে জুটি বাঁধলেও, বার্সার সময়টা ছাড়া সুয়ারেজের সাথে আর খেলা হয়নি মেসির। তবে আবার পুরনো দুই বন্ধুর পুনর্মিলনীর জোর সম্ভাবনা দেখা দিয়েছে।

ইন্টার মায়ামির জার্সিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে একই দিনে অভিষেক হয়ে গেছে লিওনেল মেসি ও সের্হিও বুসকেতসের। দলটিতে নাম লিখিয়েছেন তাদেরই আরেক বার্সা সতীর্থ জর্দি আলবা। ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্সেলোনারই সাবেক কোচ জেরার্দো টাটা মার্তিনো। শোনা যাচ্ছে, আন্দ্রেস ইনিয়েস্তাও তাঁদের সঙ্গে মিলিত হতে পারেন। এবার দলবদলের বাজারে জোর গুঞ্জন, লুইস সুয়ারেজও যোগ দিচ্ছেন মায়ামিতে।

২ বছরের চুক্তিতে গ্রেমিওতে এসেছেন সুয়ারেজ। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩১ ডিসেম্বর। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, আবার মেসির সতীর্থ হতে পারস্পরিক সমঝোতায় গ্রেমিওর সঙ্গে চুক্তি বাতিল করতে চান সুয়ারেজ। আর সে জন্য এ বছর গ্রেমিওতে তার আয়ের সব টাকা ফেরত দিতেও নাকি রাজি উরুগুইয়ান। এমনকি মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি বাতিল করায় ক্লাবটির যে আর্থিক ক্ষতি হবে, সেটাও নিজ পকেট থেকে পরিশোধ করতে চান সুয়ারেজ।

এদিকে, একজন অতিরিক্ত আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে ভেড়াতে এমএলএসের আরেক ক্লাব সান হোসে আর্থকোয়াকসের কাছ থেকে একটি নতুন স্লট কেনার কথা জানিয়েছে ইন্টার মায়ামিও। এমএলএসের আরেক ক্লাব সান হোসে আর্থকোয়াকসের কাছ থেকে
১ লাখ ৫০ হাজার ডলারে এই স্লট কিনলে সেই ফুটবলারের পরিচয় প্রকাশ করেনি ক্লাবটি। তবে তাতে সুয়ারেজের যুক্তরাষ্ট্রে যাওয়ার গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। আর তেমনটা হলে ইন্টার মায়ামিকে ‘মিনি বার্সা’ কিংবা ‘বার্সার মায়ামি শাখা’ বলেই ডাকতেই পারেন কেউ কেউ।