মেসি জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র

মেসি এখনো যুক্তরাষ্ট্রে যাননি, মায়ামিও আনুষ্ঠানিভাবে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে এখনো পরিচয় করিয়ে দেয়নি। এমনকি চুক্তির কার্যক্রমও শেষ হয়নি। তবুও মেসির এক ঘোষণার পর থেকেই মেসির ওজন টের পাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের ঘোষণার পর শুধু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেই মায়ামির অনুসারী এক সপ্তাহে বেড়েছে ৭০ লাখ, যা মেসির ঘোষণার আগপর্যন্ত ছিল ১০ লাখের আশপাশে! এর মধ্যে ১২ ঘণ্টায় ইনস্টগ্রামে আরও ৩৫ লাখ অনুসারী পেয়েছে মায়ামি।

মেসির ঘোষণার আগে প্রায় ১৪ লাখ অনুসারী নিয়ে ইনস্টাগ্রামে মেজর লিগ সকারের দলগুলোর মধ্যে সবার উপরে ছিলো লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। ওই ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই তাদের টপকে এমএলএসের সর্বোচ্চ অনুসারী পাওয়া দলে পরিণত হয় মায়ামি। নস্টাগ্রামে মায়ামির অনুসারীসংখ্যা এখন ৮০ লাখ। অর্থাৎ মেসির ঘোষণার পর এই ৭ দিনে ইনস্টাগ্রামে ৭০ লাখ অনুসারী পেয়েছে মায়ামি। আর তাতে যুক্তরাষ্ট্রে খেলাধুলাভিত্তিক দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যায় পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবল ও বেসবল। সর্বোচ্চ অনুসারীর সংখ্যার তালিকার শীর্ষ পাঁচ দলের চারটিই বাস্কেটবল দল।
অনুসারীসংখ্যায় সবার ওপরের এনবিএর দল-গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স। ইনস্টায় তাদের অনুসারীসংখ্যা ৩ কোটি ৬ লাখ। ২ কোটি ২৮ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে লেকার্স। আর তিনে থাকা ক্লিভল্যান্ড ক্যাভেলিয়ার্সের অনুসারীসংখ্যা ১ কোটি ৫৭ লাখ। ৯৭ লাখ অনুসারী নিয়ে চারে শিকাগো বুলস। এরপরই অবস্থান করছে ইন্টার মায়ামি।

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে পা দেয়ার পর এই সংখ্যা কোথায় গিয়ে দাড়াবে তা অনুমান করা কঠিন। তবে সময় গড়ানোর সাথে সাথে ইন্টার মায়ামি যদি এই তালিকার শীর্ষেও উঠে আসে, তাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। আর সর্বকালের সেরাদের একজনের কাঁধে সওয়ার হয়ে নিজেদের ইতিহাসটাও নতুন করে লিখতে চায় ইন্টার মায়ামি।