মেসির জার্সি থাকলেও পিএসজির স্টোরে নেই এমবাপ্পের জার্সি

কিলিয়ান এমবাপ্পে ও প্যারিস সেইন্ট জার্মেইনের তিক্ততা যে চরম মাত্রায় পৌঁছেছে সেটি এখন বলাই যায়। চুক্তি নবায়ন না করে ক্লাবকে চিঠি দেয়ার ঘটনার পর থেকে শুরু হওয়া এই দ্বন্দ যেকোন সময়ের চেয়ে বেশি প্রখর হয়ে উঠেছে। ফরাসি তারকাকে এই দলবদলেই বেঁচে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে পিএসজি। তবে চুক্তির মেয়াদ পূর্ণ করে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হিসেবে পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। তাই এমবাপ্পে ও পিএসজির এই জটিলতা কোথায় গিয়ে ঠেকে সেটি বোঝার সুযোগ কমই।

এর প্রেক্ষিতে পিএসজির মূল দলের সঙ্গে অনুশীলন করার সুযোগও পাচ্ছেন না এমবাপ্পে। এমনকি চলতি মৌসুমে ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানানোয় সামনের মৌসুমে তাকে বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দেয়া হয়েছে। এসবের মাঝেই দুই পক্ষের এই জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে পিএসজির স্টোরে এমবাপ্পের জার্সি না থাকার ঘটনা।

গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ নামের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট একটি ভিডিও প্রকাশ করেছে।টুইট করেছে। সেখানে দেখা যায় প্যারিসে পিএসজির সুপার স্টোরে এমবাপ্পের কোনো জার্সি নেই। এমনকি সেখানে ক্লাব ছাড়তে চাওয়া নেইমার ও প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সি থাকলেও এমবাপ্পের জার্সি বিক্রি বন্ধ রেখেছে পিএসজি।

শুধু তাই নয়, ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে বাইরে লাগানো এমবাপ্পের ঢাউস আকারের পোস্টার খুলে নিয়েছে পিএসজি। ভিডিওতেই দেখা যায় পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের বাইরের অংশ থেকে শ্রমিকেরা ক্রেনের সাহায্যে পোস্টার খুলে নিচ্ছেন, যে পোস্টারের বড় অংশজুড়েই ছিল এমবাপ্পের ছবি।