মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনশেষে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনশেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের ৩৮২ রানের পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তাতে ফলো অনে পড়ে সফরকারিরা। কিন্তু তাদের পুনরায় ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ১ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

এর আগে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৭৩ রানে মেহেদী মিরাজকে ফেরান ইয়ামিন আহমজাই। পরের মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন নিজাত মাসুদ। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের টেল এন্ড। বড় সংগ্রহের আশা জাগিয়েও ৩৮২ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

অভিষেকে ২২তম বোলার হিসেবে প্রথম বলে উইকেট নেয়া নিজাত মাসুদ গড়েছেন আরেকটি কীর্তি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে পঞ্চম বোলার হিসেবে ৫ উইকেট নিয়েছেন এই আফগান পেসার।

ব্যাটিংয়ের শুরু থেকেই আফগানদের চাপে রাখে বাংলাদেশের পেসাররা। শুরুতেই ইব্রাহিম জাদরানের ক্যাচ ফেলে দেন লিটন দাস। আরেক ওপেনার আব্দুল মালিক বেঁচে যান রান আউট থেকে। তবে জীবন পেলেও ২৪ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠায় শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীও থিতু হতে পারেনি। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সফরকারিরা।

তবে প্রতিরোধের চেষ্টা করেন নাসির জামাল ও আফসার জাজাই। নাসিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাদের ৬৫ রানের জুটি ভাঙেন মেহেদী মিরাজ। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। আফসার ও আমির হামজাকেও নিজের শিকারে পরিণত করেন ইবাদত। শেষে তাইজুল ইসলাম ও মিরাজ গুড়িয়ে দেন আফগানদের ব্যাটিংয়ের লেজ। তাতে ১৪৬ রানে থামে আফগানদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। দুটি করে উইকেট নেন শরিফুল, তাইজুল ইসলাম ও মিরাজ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর আভাস দেয় বাংলাদেশ। ১৮ রানে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় স্বাগতিকরা। তবে জাকির হোসেন ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে কোন অঘটন ছাড়াই দিন পার করে বাংলাদেশ। দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। দুজনই অপরাজিত আছেন ৫৪ রানে।