মাস পূর্ণ হতেই মধুমতি সেতুতে কোটি টাকা টোল আদায়

এক মাসের মধ্যে এক কোটি টাকা বেশি টোল আদায় হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনায় নির্মিত মধুমতি সেতু থেকে। গত ১০ অক্টোবর রাত ১২টা থেকে ছয় লেনের এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল। ৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ওই সেতু দিয়ে মোট ১ লাখ ৫ হাজার ৪২৫টি যান চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল উঠেছে ১ কোটি ২ লক্ষ ৯৬ হাজার ৬৯০ টাকা।

মধুমতি সেতুর পূর্ব প্রান্তে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা। পশ্চিম প্রান্তে রয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলা। সেতুতে ভারী পণ্যবাহী ট্রাকের জন্য ৫৬৫ টাকা টোল নেওয়া হয়। বড় ট্রাকের ক্ষেত্রে ৪৫০ টাকা। বড় বাসের ক্ষেত্রে টোল ২০৫ টাকা। রিকশা বা সাইকেলের জন্য ৫টাকা নেওয়া হয়। বাইকের জন্য নেওয়া হয় ১০ টাকা।

আগামী দিনে সেতুটির টোল আদায়ের প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে করা হবে বলে জানিয়েছে সেতু বিভাগ।