প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মায়ের জন্মদিন পালন করেছেন। একসঙ্গে ডিনারও করেছেন। সেই আনন্দঘন মুহূর্তটি তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন জয়।
ছবিতে দেখা যায়, তিনি ও প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে এবং সঙ্গে রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। ছবির ক্যাপশনে জয় লিখেছেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার’। পারিবারিক এ উদযাপনের একটি ছবিও তিনি পোস্ট করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে তিনি ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।