মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর উপলক্ষ্যে মতবিনিময় 

আগামী ১৪ জানুয়ারি মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। এ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আয়োজক কমিটি। রোববার বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মূল উদযাপন কমিটির আহ্বায়ক ও  অধ্যক্ষ অধ্যাপক মো: জামান মিয়া।

সভায় যোগাযোগ, সমন্বয় ও প্রচার উপ কমিটির আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, ‘২০১৫ সাল পর্যন্ত যে সকল শিক্ষার্থী অত্র কলেজ থেকে যেকোন একটি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস বা ফেল করেছেন ঠিক তারাই শুধুমাত্র এই পূনর্মিলনীতে অংশ নিতে পারবেন। শিক্ষার্থী প্রতি ২ হাজার টাকা দম্পতি ৪ হাজার টাকা। তবে ছেলেমেয়ে, ড্রাইভার বা অন্য কেউ অংশ নিতে পারবেনা।’

মূল উদযাপন কমিটির সদস্য সচিব খান মো: শহীদ বলেন, ‘প্রাথমিক খসড়া সিদ্ধান্ত অনুযায়ী উৎসব উপলক্ষ্যে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করব। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, স্মতিচারণ, নামাজ ও মধ্যাহ্ন বিরতি। দ্বিতীয় পর্বে ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের আড্ডা, র‌্যাফেল ড্র, প্রাক্তন শিক্ষার্থী সমিতির নতুন কমিটির সাংগঠনিক প্রস্তাবনা, অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা সবশেষে রাতের খাবারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।’

স্মরণিকা ও প্রকাশনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা একটি স্মরণিকা বের করতে যাচ্ছি। স্মরণিকায় কলেজের স্মৃতিচারণ ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হবে। এজন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ভিপি ইউসুফ কালু, সাবেক ভিপি রাসেল তালুকদার।

সভায় সাংবাদিকরা নিবন্ধন ফি ২ হাজার টাকা কমিয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করা যায় কি না সে বিষয়ে মতামত পেশ করেন। এছাড়াও নিয়মিত অনলাইন তথ্য আপডেট, জাতীয় পর্যায়ের বিজ্ঞাপন ও অনুদান সংগ্রহ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।