মাদারীপুরে মুক্তিযোদ্ধা সম্মাননা ও পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে মাদারীপুর জেলা পরিষদ। শুক্রবার (১৬ ডিসেম্বর) জেলা পরিষদের মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী। এসময় বিজয় উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসনকি কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ৫টি উপজেলার ৫৫ জন বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার হিসেবে শীতবস্ত্র এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মীর মামুনুর রশিদ, সদস্য মহিউদ্দিন খান নাঈম, ইলিয়াস পাশা, রফিকুল ইসলাম, রোকসানা পারভীন, সাবেক  প্যানেল চেয়ারম্যান মান্নান লষ্কর, প্রাক্তন সদস্য নূরজাহান পারুল, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষার্থী-অভিভাবকসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকা।