মাদারীপুরে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় ভোগান্তি

সামান্য বৃষ্টিতেই মাদারীপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের পানিছত্র এলাকার আল জাবির উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাঠের পানি শ্রেণিকক্ষেও ঢুকে পড়ে। মাঠ নিচু হওয়ায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, বিঘ্নিত হচ্ছে পাঠদান। বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা খেলতেও পারেনা।

১৯৮১ সালে আল জাবির বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়টির নেই পর্যাপ্ত ভবন। দু’টি টিনশেড ঘর ও ছোট দু’টি ভবন রয়েছে যা বিদ্যালয়ের প্রায় পাঁচশো শিক্ষার্থীর জন্য যথেষ্ট নয়। এখানে শিক্ষক রয়েছেন ১৭ জন। এত সীমাবদ্ধতার পরও এখানকার শিক্ষার্থীরা প্রতি বছর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়।

সাত নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠেই হাঁটু পানি রয়েছে। শিক্ষার্থীরা পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে ক্লাস করতে। জলাবদ্ধতার কারণে মাঠের ঘাস ও আগাছা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা ও প্রতিদিন সমাবেশ করা যায় না। একটু বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে আসা-যাওয়ার সমস্যা হয়। অনেক সময় পোশাকে কাদা লেগে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবউদ্দীন জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাঠের পানি শ্রেণিকক্ষেও ঢুকে যায়। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে, পাঠদানও ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য মাঠটি ভরাট করা জরুরি প্রয়োজন।  

মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো. হাবিব উল্লাহ খান বলেন, আল জাবির উচ্চ বিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো আবেদন হাতে পাইনি। আবেদন হাতে পেলে বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাব।