মাদারীপুরে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু

মাদারীপুরে দুই দিনব্যাপী ৪৪তম বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি।’ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামান মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র শিক্ষকসহ অনেকেই।

বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে থাকছে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। জেলার ৫টি উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের ১৫টি দল মেলায় অংশগ্রহণ করছে। এবারের মেলায় পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।