বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা সত্য কথা লিখে তাদেরকেই এই সরকার মামলা দিয়ে জেলে ভরে দেয়। শনিবার বিকেল চারটার দিকে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আনিসুর অভিযোগ করেন, যখন কোন সাংবাদিক সত্য ঘটনা প্রকাশ করে, তখন তাদের উপর নির্যাতন-নিপীড়ন নেমে আসে। স্বাধীন সার্বভৌম দেশে প্রথম আলোর মতো একটি পত্রিকার সাংবাদিককে তাকে মামলা দিয়ে কারাগরে পাঠিয়েছে সরকার। আওয়ামী লীগ এখন স্বাধীনতার বুলি দিয়ে, গণতন্ত্রের বুলি দিয়ে এদেশের মানুষকে শোষণ করছে বলেও অভিযোগ করেন আনিসুর।
মাদারীপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির সমালোচনাসহ ১০ দফা দাবী তুলে ধরেন বিএনপি নেতারা।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। কর্মসূচিতে জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।