মাদারীপুরে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে.আই.হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী লাকী আক্তারকে (৩০) গলার টনসিলের চিকিৎসার জন্য শুক্রবার সকালে কে.আই.হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাাতলের চিকিৎসক মিজানুর রহমান দুপুর ২টার দিকে লাকীর টনসিলের অপারেশনের জন্য তাকে থিয়েটারে নেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগীকে বের না করায় স্বজনদের সন্দেহ হয়। পরে স্বজনরা অপারেশন থিয়েটারে প্রবেশ করে লাকীকে মৃত অবস্থায় দেখতে পায়।
লাকীর স্বজনদের অভিযোগ চিকিৎসক লাকীর টনসিল অপারেশন করতে গিয়ে শ্বাসনালী কেটে ফেলেছে বলেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনা জানাজানি হওয়ার পর রোগীর স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধ জনগণ হাসপাতালে ভাঙচুর চালায়।
মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।