ভিতর রকিকে দলে ভেড়ালো বার্সা

বিষয়টি অনুমিতই ছিলো। বাকি ছিলো শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও এলো। ব্রাজিলের নতুন রোনালদো নামে পরিচিত ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার ভিতর রকিকে দলে ভিড়িয়েছে বার্সালোনা। দলবদলের বিষয়ে ঐকমত্যে পোঁছেছে রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস ও বার্সেলোনা।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানানো হয়, ২০২৪–২৫ মৌসুমে বার্সেলোনায় যোগ দেবেন রকি। দুই পক্ষের মধ্যে সাত বছরের চুক্তি মেয়াদ ফুরোবে ২০৩১ সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ ক্লজ বাবদ ৫০ কোটি ইউরো খরচ করতে হবে।

আনুষ্ঠানিক ঘোষণার পর টুইটার পেজ থেকে রকির একটি ভিডিও প্রকাশ করে কাতালান ক্লাবটি। সে ভিডিও বার্তায় বার্সেলোনা সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। শিগগিরই দেখা হবে। বার্সেলোনা এগিয়ে চলো।’ ব্রাজিলে তিগরিনিও নামে পরিচিত ভিতর রকি।

রিলিজ ক্লজের পরিমাণ জানালেও দলবদল ফি বা বেতন সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি বার্সেলোনা। তবে ইএসপিএনের খবর, রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার গুণতে হয়েছে বার্সাকে। পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে বার্সেলোনার দৃষ্টিতে ছিলেন রকি। মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও উইংয়েও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন এই ব্রাজিলিয়ান তরুণ।

এবারের দলবদল মৌসুমে বার্সেলোনায় নাম লেখানো তৃতীয় খেলোয়াড় রকি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে ইলকায় গুন্দোয়ান ও মুক্ত খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক ক্লাবের ইনিও মার্তিনেজকে দলে ভিড়িয়েছিল কাতালোনিয়ার ক্লাবটি।

Reendex

Must see news