ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার শিমলার শিব মন্দিরে থেকে একজনের ও চামবা থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। শিমলায় তিনটি বড় আকারের ভূমিধসে ২১ জন মারা গেছেন, যার মধ্যে সামার হিলের শিব মন্দিরের দুর্ঘটনাও অন্তর্ভুক্ত। সব মিলিয়ে গত কয়েক দিনে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭৪ জনে।
বর্ষা মৌসুম শুরুর পর থেকে শিমলায় গত দুই মাসে ১১৩টি ভূমিধস হয়েছে। তাতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে। শিমলার সামার হিল এলাকায় বন্যার পানিতে রেলপথ ভেসে যাওয়ায় রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। দেশটির গণপূর্ত বিভাগ ২,৪৯১ কোটি রুপি ও জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এক হাজার কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে। রাজ্যেটির মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে।
তবে হিমাচলের এই দুর্যোগের জন্য অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, অবৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন, জঙ্গল সাফ করা ও পানির প্রবাহ বন্ধ করে ঝর্ণার কাছাকাছি নির্মাণ কাজ পরিচালনাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ভারতের আবহাওয়া বিভাগ আগামী কয়েকটি দিনে হিমাচলের কাছাকাছি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাস দিয়েছে।