ভারতের কাছে শিরোপা হারালো বাংলাদেশ

নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ভারত ‘এ’ দলের কাছে ৩১ রানে হেরে রানার্সআপ হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। বৃষ্টিবৃঘ্নিত সেমিফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন দেখিয়ে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছিলো লতা মণ্ডলরা।

হংকং এর মং কর্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে শেতা শেরাওয়াতের উইকেট তুলে নেন নাদিয়া আক্তার। পরে প্রতিরোধের চেষ্টা চালায় ভারতীয় মেয়েরা। সে যাত্রায় বেশ সফল হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের রানের চাকা আটকে রাখে বাংলাদেশ। তবে দলীয় ৯১ রানে ভারতের হয়ে সর্বোচ্চ রান করা দিনেশ বিন্দ্রার উইকেট হারানোর পর খুব বেশিদূর এগোতে পারেনি ভারতের নারী ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে ভারত।

জবাব দিতে নেমে ১৯ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। থিতু হতে পারেনি টাইগ্রেস অধিনায়ক লতাও। ভারতীয় বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ সংগ্রহ নাদিয়ার। ২২ বলে ১টি চারে তিনি করেছেন অপরাজিত ১৭ রান। চার বল বাকি থাকতেই ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Reendex

Must see news