ভর্তি পরীক্ষার ছয় মাস পর জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু

অবশেষে ছয় মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট।

প্রায় দুই হাজার শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম শেষ হয় গত বছরের নভেম্বর মাসে। এরপর গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল উদ্বোধন করে নবীনদের ক্লাস শুরুর ঘোষণা দিলেও নতুন হলের নির্মাণ কার্যক্রম শেষ না হওয়ায় তারিখ পিছিয়ে ৩১ জানুয়ারি করা হয়।

সদ্য ক্যাম্পাসে আসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ফাহিম মল্লিক বলেন, ‘ভর্তি পরীক্ষা থেকে ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী একটা দীর্ঘ সময় অবসরে কেটে গেছে। যেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের ক্লাস শুরু হয়ে যায় সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লাস শুরু করতে না পারাটা ব্যর্থতাই ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর ক্যাম্পাসে এসে খুবই ভালো লাগছে।’

নবীন ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের আরেক শিক্ষার্থী জাহিদ শিহাব বলেন, ‘জাহাঙ্গীরনগরের প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা যখন কলেজে পড়তাম তখন থেকেই শুনতাম কিন্তু ভর্তি পরীক্ষার আগে কখনো আসা হয়নি। প্রথমদিন ক্লাস করতে আসার অনুভূতি সত্যিই অসাধারণ।  শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ আর ক্যাম্পাসের মনোরম পরিবেশ সহজেই যেকোন শিক্ষার্থীকে আকর্ষণ করবে। এরকম একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।’