ব্রিটেনের নাগরিক হিসেবে কাউন্টি খেলবেন আমির

পাকিস্তানি পেসার মোহাম্মাদ আমিরের সাথে ব্রিটেনের কোন যোগসূত্রতা নেই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাঙ্গা বাংগিয়ালে জন্ম ও বেড়ে ওঠা। তবে দ্রুতই ব্রিটিশ নাগরিকত্বও পেতে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি পেসার। কিন্তু সেটি শেকড়ের হিসেবে নয়, বৈবাহিক সূত্রে। ব্রিটিশ নাগরিক নারজিস খাতুনকে বিয়ে করেছেন আমির। এবার সেই সূত্রে ব্রিটেনে নাগরিক হতে চলেছেন এই বাঁহাতি পেসার।

যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সামনের মৌসুমেই স্থানীয় খেলোয়াড় হিসেবে কাউন্টি দল ডার্বিশায়ারে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার, যিনি পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। মূলত তার আগ্রহেই ডার্বিশায়ারের অংশ হচ্ছেন আমির।

২০১০ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে কারাগারে ছিলেন আমির। ওই সময় আমিরের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন নারজিস। সেখান থেকে পরিচয় ও প্রণয়। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। ২০২০ সালের ডিসেম্বরে তখনকার বোর্ড ও কোচিং স্টাফের সদস্যদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনে তিনি অবসরের ঘোষণা দেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চলেছেন আমির। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আমির নতুন মুখ নন। এসেক্স ও গ্লুস্টারশায়ারের হয়েও কাউন্টি খেলেছেন পাকিস্তানি এই পেসার।

Reendex

Must see news