ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার কারণে এমনিতেই পশ্চিমাদের সমালোচনার মুখে ছিলো বেলারুশ। এবার রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেলারুশের সরকারকে অর্থায়ন করা আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের উপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ।
বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, বেলারুশের সাধারণ নাগরিকদের ওপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। সেই সাথে ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মস্কোকে সহয়তা করে আসছে মিনস্ক। তাতে যুদ্ধ পরিস্থিতিও ভিন্ন রূপ পাচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এসব কাজে আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।
কয়েক দশক ধরে দেশটির ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তার অভিযোগ, পশ্চিমারা তাঁকে ক্ষমতাচ্যুত করতে চায়। এমনকি দেশটিতে সর্বশেষ নির্বাচনের পর লুকাশেঙ্কো বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পেছনে পশ্চিমারা কলকাঠি নেড়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।
চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে মিনস্ক। এমনকি যুদ্ধের প্রয়োজনে রাশিয়াকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে লুকাশেঙ্কো সরকার। কিছুদিন আগে রুশ বাহিনীর সাথে ভাড়াটে যোদ্ধা সরবারহকারি প্রতিষ্ঠান ভাগনারের বিদ্রোহ দমনে মধ্যস্থাকারির ভূমিকা পালন করেছিলেন লুকাশেঙ্কো।