বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে: শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান খান বলেছেন, ‘আমরা নির্বাচনী পার্টি, আমরা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করি, কিন্তু সে নির্বাচন হতে হবে সত্যিকারের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

রোববার বিকেলে টাঙ্গাইল শহরের সিলমী কমিউনিটি সেন্টারে বিএনপি ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান খান আরও বলেন, ‘আমাদের লড়াই তো নিরপেক্ষ নির্বাচনের জন্য। একটা সুষ্ঠু ভোটের জন্য লড়াই। কী দূর্ভাগ্য ৫১ বছর আগে দেশ স্বাধীন করেছি এখন ৫১ বছর পর একটা ভোটের জন্য লড়াই করতে হবে।’

তিনি সরকারের সমালোচনা করে বলেন, যদি ভালো চান তাহলে আমরা বলবো পদত্যাগ করেন, পার্লামেন্ট ভেঙে দেন, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, দেশে ভোট দেন, সেই ভোটে অংশ গ্রহণ করার জন্য বিএনপি এক পায়ে দাঁড়িয়ে আছে। সকল প্রস্তুতি নিছে বিএনপি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সদস্য ফকির মাহমুদ আনাম স্বপন, ওবায়দুল হক নাসির।