বিএনপি একটি সন্ত্রাসী দল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৃশংসতাই বিএনপির আসল রুপ। ২৮ অক্টোবরের হামলায় তারা পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি। তারা যে সন্ত্রাসের দল এ থেকেই তা প্রমাণ হলো।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক-নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি দিয়েছে; কিন্তু তাদের দলের মহাসচিব তো জেলে; এ কর্মসূচির নেতৃত্ব দেবে কে?

সেতুমন্ত্রী বলেন, রাজনীতিতে এমন কিছু ভুল আছে যেগুলো সংশোধন করার সময় অনেক সময় থাকে না। বিএনপি এমন কিছু দৃশ্যমান অপরাধ, আন্দোলনের নামে করেছে; যেটা আজকে গাজায় যে নৃশংসতা সাধারণ মানুষের ওপর হচ্ছে তার চেয়েও ভয়ংকর তারা। আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি তাদের নির্যাতন থেকে। অনেককেই তারা তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে মারধর করেছে।

সাংবাদিকদের ওপর নির্যাতন নিয়ে তিনি বলেন, তাহলে কি সাংবাদিকরা তাদের আসল রুপ নিয়ে লেখার কারণে নির্যাতন করা হয়েছে।

দেশের বড় বড় উন্নয়ন স্থাপনাগুলো যাতে অবরোধের টার্গেট হতে না পারে এজন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে রক্ষা করার জন্য আহ্বান জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, আগের অবরোধ শেষ হয়েছে কিনা সেটাই জানে না আওয়ামী লীগ। এখন আবার তারা নতুন করে অবরোধ দিয়েছে। বিএনপির অনেক নেতারা তো এখন পলাতক। তাহলে অবরোধে নেতৃত্ব দিবেন কে? বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন রাখেন তিনি।