বিএনপির হাতে রক্তের দাগ লেগে আছে: কাদের

বিএনপি ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান হবে। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওায়দুল কাদের। সোমবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বিশ্বাসঘাতকের দল। তাদে হাতে রক্তের দাগ লেগে আছে। পাকিস্তান তাদের ভালো লাগে। পাকিস্তান যখন এতো ভালো লাগে তাহলে বিএনপি নেতারা কেন পাকিস্তানে যাচ্ছে না বলেও প্রশ্ন তুলেন ওবায়দুল কাদের।

আলোচনা সভায় কাদের আরও বলেন, তারেক রহমান আর বেগম জিয়ার মধ্যে বিবাদ সৃষ্টি করে রেখেছেন বিএনপি নেতারাই।

বিএনপিকে উদ্দেশে কাদের বলেন, ভোটের মালিক আল্লাহ, ভোট নিয়ে দাম্ভিকতা করবেন না। আসুন নির্বাচনে, দেখা যাবে কাদের জামানত বাতিল হয়।