বালিয়াকান্দিতে আলামিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী বালিয়াকান্দিতে আলামিন মোল্যা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে খোর্দ্দ মেকচামী ও মেকচামী এলাকাবাসীর আয়োজনে বালিয়াকান্দি-মধুখালি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় বক্তব্য দেন, নিহত আলামিনের ফুপু সাবিনা, আব্দুল মাজেদ মোল্লা, কুদ্দুস মোল্লা সৈয়দ আলী মোল্লাসহ আরও অনেকে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আলামিন হত্যাকাণ্ডে মিজানুর রহমান (মিজান), জুমাত ও সরয়ার জড়িত থাকার অভিযোগ করে তাদের ফাঁসির দাবি জানান।

আলামিন বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোঃ আহাদ আলী ফকিরের ছেলে মিজানুর রহমানের মুরগীর খামারে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন। রাতেও খামারে অবস্থান করতেন তিনি। গত ৬ সেপ্টেম্বর রাতে খাওয়া শেষে ঘুমানোর পর পরদিন সকালে আর তাকে পাওয়া যায়নি। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলসিংহনাথ বিলের ধান ক্ষেত থেকে হাড়গোড় উদ্ধার করে পুলিশ। পড়ে থাকা বেল্ট দেখে আল আমিনের হাড়গোড় বলে সনাক্ত করেন স্বজনরা।

Reendex

Must see news