বার্সার কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত চান মেসি

মাঠের ব্যস্ততা শেষে ফুটবল বিশ্ব এখন সরগরম দলবদল নিয়ে। আর এই দলবদলের বাজারে সবচেয়ে বেশি আগ্রহ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে। পিএসজির সাথে দুই বছরের সম্পর্কের ইতি টানার পর থেকেই মেসির নতুন গন্তব্য জানতে অধীর অপেক্ষায় আছেন ফুটবল সংশ্লিষ্ট থেকে ভক্ত-সমর্থক কিংবা সমালোচক সকলেই।

মেসিকে দলে টানতে রেকর্ড পরিমাণ অর্থ প্রস্তাব দিয়েছিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে মেসির ঘনিষ্ঠ সূত্রদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরতে আল হিলালের লোভনীয় প্রস্তাব পাশে ঠেলে দিয়েছেন এলএমটেন। আল হিলালকে এক বছরের জন্য চুক্তি স্থগিত রাখতেও বলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়াক।

এরই মধ্যে তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি বৈঠক করেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সাথে। এমনকি মেসিকে বার্সা নিতে সবচেয়ে যে বড় বাঁধা ছিলো লা লিগা ও উয়েফার বেতন ও আর্থিক সংগতি নীতি- সেটিতেও অনুমোদন দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে মেসিকে প্রস্তাব পাঠায় নি বার্সেলোনা। আর তাতে সাবেক ক্লাবের উপর খানিকটা বিরক্ত লিওনেল মেসি।

দলটি এখন পর্যন্ত কাগজপত্র তৈরি করে উঠতে পারেনি। হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক শেষে হোর্হে মেসি বলেন, মেসি বার্সেলোনার ব্যাপারে খানিকটা বিরক্ত। বার্সার কাছ থেকে দ্রুতই সিদ্ধান্ত চান মেসি। তবে এখনো তাদেরকে আনুষ্ঠানিক কোন প্রস্তাব দিতে পারেনি কাতালান ক্লাবটি। বার্সেলোনায় মেসির ফেরা নিয়ে হোর্হে বলেছেন, ‘পুরো বিষয়টিই যথেষ্ট জটিল, এটা নির্ভর করছে অনেক ইস্যুর ওপর।’

আল হিলাল ছাড়াও মেসির দিকে নজর রয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামির। সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড ব্যাকহামের মালিকানাধীন দলটি মেসির সাথে চার বছরের চুক্তি করতে আগ্রহী। এজন্য মেসিকে বছর প্রতি ৫৪ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ফোর্বস।