বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক ফিন্যান্স বিভাগের আহসান উল্লাহ।

মঙ্গলবার নব গঠিত এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল্লাহ্ আল মামুন ও দীপা রাণী, সাংগঠনিক সম্পাদক অপূর্ব সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিমা খানম, সংশপ্তক সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ তুহিন হাসান, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস অরবী, দপ্তর সম্পাদক মুবিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক তন্ময় মজুমদার, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শরিফ মাহামুদ, ভ্রমণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মীম।

এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ। তারা হলেন, শারমিন সুলতানা শ্যামলী, আব্দুল্লাহ আল কাইয়ুম, জগন্নাথ সরকার ও নিশাত নাবিলাহ্ আহমেদ।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাহিত্য চর্চা, বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা আর সৃজনশীলতার স্লোগান নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ‌। নিয়মিত সাহিত্য আড্ডা আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সাহিত্যের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে আমাদের সাহিত্য সংসদ। নতুনভাবে এই সংগঠনের দায়িত্ব নিয়ে সবার সহযোগিতা কামনা করি।

সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বলেন, বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ তার প্রধান উদ্দেশ্যকে সামনে রেখে সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান এবং সৃজনশীলতার চর্চা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কাজ করে যাবে। আশা করছি, বশেমুরবিপ্রবিতে মননশীল পাঠকগণের নানামুখী সাহিত্যচর্চার মাধ্যম হিসেবে বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ হবে এক বিশেষ প্ল্যাটফর্ম। সংগঠনকে আরও সামনে এগিয়ে নিতে সবার দোয়া প্রত্যাশা করছি।

বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ ২০১৯ সাল থেকে বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চা করে আসছে।