গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী ‘সাত্ত্বিক৭’ এর কালার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উপলক্ষে চলে নানা আয়োজন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. ম. মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর মো: কামরুজ্জামান, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিফাত ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠান একটি ধারাবাহিক প্রক্রিয়া যেটি প্রতি বছর পালিত হয়। বিদায়ের আবেগঘন মুহূর্তে একটুখানি আনন্দের সঞ্চার করেছে আজকের কালার ফেস্ট। সিনিয়র জুনিয়র একসাথে নাচ-গান হৈ হুল্লোড়ে মেতেছি আমরা। তবে প্রসাশন থেকে শালীনতা বজায়ের নোটিশ ছিল আমরা সেটি সম্পূর্ণ মানার চেষ্টা করেছি।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে কালার ফেস্টের দিনটি একটি আনন্দঘন মুহূর্ত। এই দিনটিকে বিদায়ী ব্যাচের সিনিয়ররা তাদের জীবনকে স্মরণীয় করে রাখতে চান। তাদের সাথে সাথে আমরাও অনেক আনন্দে দিনটিকে উৎযাপন করে থাকি।
শিক্ষা সমাপনী অনুষ্ঠান-২০২২ উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল করো সাজানো হয়েছে। ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা নেচে গেয়ে উদযাপন করেছে এ দিনটি।