নানা কর্মসূচিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে সমাজকর্ম বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন বিভাগের চেয়ারম্যান ড. আল-মামুন সরকার, প্রভাষক ইমরুল কবির, তাইয়্যেবা তাবাসসুমসহ বিভাগের শিক্ষার্থীরা।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিভাগের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বৃক্ষরোপণ করেন।
এরপর আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান বলেন, ‘বৃক্ষ ফিনিক্স পাখির মতো নিজেকে পুড়িয়ে আমাদের দূর্যোগের হাত থেকে রক্ষা করছে। সুতরাং আমাদের টিকে থাকতে হলে প্রচুর বৃক্ষ রোপণ করতে হবে। আজকে আমাদের তাপমাত্রা বৃদ্ধির একমাত্র কারণ পরিবেশ দূষণ সুতরাং আমাদের সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে, পরিবেশ দূষণ রোধ করতে হবে।’