বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৪ দশমিক ৫৩ শতাংশ।
পরীক্ষা শুরুর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনো রকম সমস্যা হয়নি। বিড়ম্বনা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগে আমরা মুগ্ধ।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, রাজধানীর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী দুই হাজার ৮৭৪ জন। মোট উপস্থিত ছিল দুই হাজার ৭১৭ জন এবং অনুপস্থিত ছিল ১৫৭ জন।
প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবার ‘খ’ ইউনিটে (মানবিক শাখা) মোট আবেদন করেছেন সারাদেশের মোট এক লাখ ২২ হাজার ৮৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসন রয়েছে দুই হাজার ৯৩৪ টি।