ববিতে সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সপ্তম সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকালে শুরু হয়ে  বিকেলে কনফারেন্স শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমির যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়। এতে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্নিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং স্বনামধন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

এতে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। তাছাড়া সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ক জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এই কনফারেন্স অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সাংবাদিকতার একাডেমিক ও অন্যান্য বিষয় আলোচনা করা হয়েছে যেখানে জ্ঞানের আলো দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।

কনফারেন্সের মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য দেন ববি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা।

সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিনের সঞ্চালনায় কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম, ডিডব্লিউ অ্যাকাডেমির বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ ফাহিম ফেরদৌসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

কনফারেন্সটিতে সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন। 

এবারের কনফারেন্সের বিষয়বস্তু ছিল ‘সোশাল মিডিয়া বিহেভিয়ার, মিডিয়া এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: ওয়ে ফরওয়ার্ড।’ শিক্ষকদের পাশাপাশি কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্টোরিটেলিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।