সমন্বিত গুচ্ছ পদ্ধতির অধীনে জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এক হাজার ২২০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এছাড়া পরীক্ষার আগে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা মুঠোফোন নম্বরে এসএমএস পাঠিয়ে আসন বিন্যাস সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২২টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।
এবার দেশের ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ মে (শনিবার) ‘বি’ ইউনিট, ২৭ মে (শনিবার) ‘সি’ ইউনিট এবং ৩ জুন (শনিবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মাঝে ‘বি’ ইউনিটে ১,২২০ জন, ‘সি’ ইউনিটে ২৬০ জন এবং ‘এ’ ইউনিটে ২,১২৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ভর্তিপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsfmstu.ac.bd), অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপ এবং GST এর ওয়েবসাইটে (www.gstadmission.org) পাওয়া যাবে।