বগুড়া জিলা স্কুলে বিজ্ঞান মেলা শুরু

৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১১টায় বগুড়া জিলা স্কুলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সেই কারণে আমরা বগুড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজেদেরকে তৈরি করবে।

অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মঞ্জু, জেলা শিক্ষা অফিসার হযরত আলী।

সহকারি কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, আতাহার শাকিল, রেবেকা সুলতানা ডলি প্রমুখ।

মেলায় মোট ৭০টি স্টল রয়েছে। বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। তারা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় মেলায় তুলে ধরছে।