বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বদেশ পরিবহন ও তিশা পরিবহন নামে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাসে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যমতে, যারা বাসে আগুন জ্বালিয়েছেন প্রত্যেকেই বিএনপির নেতা-কর্মী। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাস, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় আরেকটি গাড়িতেও আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।