ফিলিস্তিনের খান ইউনিসে আশ্রয়হীন মানুষের ঢল

ফিলিস্তিনের গাজার দক্ষিণের নগরী খান ইউনিসে উত্তর গাজা থেকে ফিলিস্তিনিরা পালিয়ে আশ্রয় নিচ্ছে। ফলে এই এখন আশ্রয়প্রার্থীদের ভীড় বেড়েছে। গাড়ি, ঘোড়া কিংবা পায়ে হেঁটে এখানে এসেছে তারা। এক রাতেই সেখানে জনসংখ্যা হয়েছে ‍দ্বিগুন। কিন্তু এত মানুষের চাপ সামলাতে নেই কোনও প্রস্তুতি।

হামাস জানিয়েছে, ইতোমধ্যে চার লাখ বাসিন্দা গত ৪৮ ঘণ্টায় সালাহ আল দিন সড়ক ধরে দক্ষিণের দিকে চলে গেছে। খান ইউনিস নগরীতে আগে থেকে চার লাখ মানুষের বসবাস ছিল। গতরাতে সেখানে মানুষের সংখ্যা বেড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এসব মানুষ উত্তরের পাশাপাশি পূর্ব দিক থেকেও এসেছে। 

নগরীর প্রধান হাসপাতাল সবসময়ই প্রয়োজনীয় জিনিসের অভাব লেগেই থাকে, সেখানে ঠাঁই দিতে হয়েছে উত্তর দিক থেকে আসা অসুস্থ এবং আহতদের।