ফিনল্যান্ডে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রাজধানী হেলসিংকির ইতা কেসকুছের একটি রেস্তোরায় এ আয়োজন করা হয়। এতে সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির।
সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ কামালী, সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, ড. জহরিুল ইসলাম, সাংগঠনকি সম্পাদক জুনায়েদ আহমেদ জনি, সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী ও সাধারণ সম্পাদক পারভীন ইসলাম মুন্নীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত ছিলেন বলেই ১৯৭৫ সালের তিন নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। আলোচনা সভা শেষে চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।