উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ফিনল্যান্ডে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন মুসলিমরা। ঈদের নামাজে অংশ নেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরাও।
স্থানীয় সময় ২৮ জুন সকাল ৯টায় রাজধানী হেলসিঙ্কির কেন্দ্রীয় বাংলাদেশ জামে মসজিদসহ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামায়াতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিরাও উপস্থিত ছিলেন। ঈদের নামাজে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নারী মুসল্লিরাও অংশ নেন।
নামাজে শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া করেন উপস্থিত মুসল্লিরা। পরে একে অপরের সাথে কোলাকুলি করেন তারা।