প্রশান্ত মহাসাগরে যৌথ নৌ মহড়া চীন-রাশিয়ার

প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া ও চীন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছ, শুক্রবার থেকে দুই দেশের এই যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। এই মহড়ায় উদ্ধার কার্যক্রম ও উড়োজাহাজ হামলা প্রতিহত করার মতো বিষয়গুলো নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মহড়ায় রাশিয়া ও চীনের নাবিকরা ডুবোজাহাজ ও উড়োজাহাজ ধ্বংস করা, সমুদ্রে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও রণতরীর ডেক থেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের মতো বিষয়গুলোতে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

দুই দেশের জাহাজগুলো মহড়ার অংশ হিসেবে ছয় হাজার ৪০০ নটিকাল মাইল দূরত্ব অতিক্রম করেছে বলেও জানা গেছে। রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসও এই মহড়ার খবর নিশ্চিত করেছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ডায়মন্ড ফর্মেশনে পানির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে ৯টি বড় জাহাজ। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই মহড়ায় ‘জাহাজের ফুরিয়ে যাওয়া জ্বালানি পরিপূরণ ও তাৎক্ষণিক-ভাবে মালামাল স্থানান্তরের’ মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, চীনের পক্ষ থেকেও এই মহড়ার খবর নিশ্চিত করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও উত্তর অংশে দুই দেশের এই যৌথ মহড়ার বিষয়টি নিশ্চিত করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তবে এসব কার্যক্রম কোনও তৃতীয় পক্ষের দিকে লক্ষ্য রেখে করা হচ্ছে না এবং এর সঙ্গে চলমান আঞ্চলিক বা আন্তর্জাতিক পরিস্থিতির কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছে এশিয়ার দেশটি।

রাশিয়া ও চীনের মিত্রতা দীর্ঘদিনের। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমাদের রোষানলে পড়ার ঘটনায় দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এর আগে জুলাই মাসে জাপান সমুদ্র ও পূর্ব চীন সমুদ্রে যৌথ আকাশ মহড়ায় অংশ নিয়েছিল দুই দেশ।

Reendex

Must see news