প্রবাসীরাই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন: রাষ্ট্রদূত আবু জাফর

প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। তাই প্রবাসীদের নিজেদের শরীরের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি আরও বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রবাসীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

শনিবার (৮ এপ্রিল) আবুধাবি দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রবাসীদের প্রতি এমন আহ্বান জানান। অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী কর্মীদের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন রাষ্ট্রদূত। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন, একইসাথে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।

দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের উপ-মিশন মোহাম্মদ মিজানুর রহমান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা, বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং জাতীয় কবিতা মঞ্চ আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান (সিআইপি), বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ দেড় হাজারের মত প্রবাসী।

আলোচনা পর্বের পর ইফতারের আগে মাওলানা মোহাম্মদ ইমরানের পরিচালনায় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।