প্রবাসীদের ভিআইপির মর্যাদা দেয়া উচিত: ইসি কমিশনার

প্রবাসীদের কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি সম্মানজনক অবস্থানে আসতে পেরেছে। তাই তাদের যথাযথ মূল্যায়ন করা এবং বিমানবন্দরে ভিআইপি টার্মিনালের মাধ্যমে রিসিভ করা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের মাঝে স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে দুতাবাসের মিলনায়তনে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দূতাবাসের কাউন্সিলর সাইফুল ইসলামের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দূতাবাসের মিনিস্টার আব্দুল আওয়াল। এতে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাছির তালুকদার, প্রকৌশলী আশীষ বডুয়া, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, স্বজল চৌধুরী প্রমুখ।

এর আগে গত ২৮ মে দূতাবাসে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এন আইডি রেজিস্ট্রেশন উইং এর মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর এ প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে কিছু স্মার্ট এনআইডি প্রবাসীদের হাতে তুলে দেন। গত ১৩ জুন থেকে আমিরাতের আবুধাবি এবং দুবাইয়ে দুটি মিশনে পরীক্ষামূলকভাবে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের আবেদন গ্রহণ শুরু হয়। এরপর এক মাসের ব্যবধানে ১০০ জন প্রবাসীকে স্মার্ট এনআইডি দেয়া হয়৷ ১৩ জুলাই দুবাইয়ের বাংলাদেশ মিশনের মাধ্যমে আরও ১০০ জন প্রবাসীকে এই পরিচয়পত্র তুলে দেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস। 

দূতাবাসের তত্বাবধানে চলমান এ প্রকল্পের মাধ্যমে দেশটিতে অবস্থানরত যে সমস্ত প্রবাসীর এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তারা আবেদন করতে পারবেন।